বলিউডে জেরিন খানের অভিষেক হয়েছিল ‘বীর’ সিনেমায় সালমান খানের বিপরীতে। সে সময় শরীরের গঠন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল এ অভিনেত্রীকে। কিন্তু ‘হেট স্টোরি-থ্রি’ সিনেমায় শরীরী জাদুতে সবার মনে শিহরণ জাগিয়েছেন তিনি। এবার ‘খাল্লাস গার্ল’ হয়ে পর্দায় হাজির হচ্ছেন জেরিন।
১৪ বছর আগে ‘কোম্পানি’ সিনেমায় ইশা কোপিকারকে ‘খাল্লাস’ শিরোনামের একটি গানে হাজির করেছিলেন রাম গোপাল ভার্মা। এরপর থেকে বলিপাড়ায় ‘খাল্লাস গার্ল’ নামেই পরিচিত পেয়েছিলেন ইশা। এবার তার পরবর্তী সিনেমা ‘বীরাপ্পান’-এ জেরিনের শরীরী জাদুতে সবাইকে তাক লাগাতে চান রাম গোপাল ভার্মা। এক টুইটে এ তথ্য জানিয়েছেন তিনি।
শোনা যাচ্ছে ‘খাল্লাম বীরাপ্পান’ শিরোনামের এই গানটিতে আগুন এবং পানির কয়েকটি দৃশ্যে দেখা যাবে জেরিন খানকে। এছাড়া থাকবে লেজার রশ্মির কারসাজি, ব্যাকগ্রাউন্ডে বাজবে গান।
গানটি সম্পর্কে রাম গোপাল ভার্মা জানিয়েছেন, সিনেমার দৃশ্যে সবাই যখন ভাববে বীরাপ্পান মারা গেছে তখন গানটি দেখানো হবে। অন্যদিকে জেরিনের মতে, গানটি এমনভাবে দৃশ্যায়ন করা হয়েছে যা আগে কেউ কখনো দেখেনি।