শাহজালালে কোটি টাকার নকল ওষুধ জব্দ

2016_05_06_14_11_10_aHxCogcxUMXWKooS8TkNh1gkoFW5Wh_originalহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকা মূল্যের নিষিদ্ধ ও নকল ওষুধ জব্দ করেছে শুল্ক অধিদপ্তরের গোয়েন্দারা।

শুক্রবার (৬ মে) সকালে শুল্ক অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান এ তথ্য নিশ্চিত করেন। ওষুধগুলোর মধ্যে ক্যান্সার, ইনফার্টিলিটি, স্কিন ও জন্মনিরোধক ওষুধ।

ড. মঈনুল খান জানান, বৃহস্পতিবার রাত ১০টায় ব্যাংকক থেকে আসা পিজি ৭৪৫ নম্বরের ফ্লাইটে এসব ওষুধ নিয়ে আসেন নরসিংদীর সেলিম ভুইয়া নামের এক যাত্রী। তার পিতার নাম আবুল হোসেন ভুইয়া। বিমানবন্দরে অবতরণের পর তাকে জিজ্ঞাসাবাদ ও তার ব্যাগ তল্লাশি করে এসব ওষুধ জব্দ করা হয় বলেও জানান তিনি।2016_05_06_14_13_24_2OVBzaMwFt1JgSeSv4WrCHcfCI76wP_original

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.