আগামী ২, ৩ ও ৪ সেপ্টেম্বর (শুক্রবার, শনিবার ও রোববার) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে ৩৪তম ফোবানা সম্মেলন। এই সম্মেলনের অগ্রগতি নিয়ে ৪ মে বুধবার সন্ধ্যায় ভার্জিনিয়ায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। স্প্রিং ফিল্ডের ডেরা রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ফোবানা অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন ফোবানা নির্বাহী কমিটির সদস্য, প্রাক্তন চেয়ারম্যান ও স্কলারশিপ কমিটির চেয়ারম্যান রেহান রেজা। সম্মেলনের অগ্রগতি দেখতে ৩ মে মঙ্গলবার ওয়াশিংটনে আসেন তিনি। বৈঠকে বিশেষ অতিথি ছিলেন ৩০তম ফোবানার মিডিয়া পার্টনার সাউন্ডভিউ-এর কর্ণধার মোহাম্মদ হোসেইন।
সভায় সভাপতিত্ব করেন স্বাগতিক কমিটির প্রধান পৃষ্ঠপোষক ড. গোলাম ফরিদ আকতার। পরিচালনা করেন সম্মেলনের কনভেনর এ টি এম আলম। সম্মেলনের অগ্রগতিতে নিয়ে বক্তব্য রাখেন সম্মেলনের স্বাগতিক কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর, সহসভাপতি ইনারা ইসলাম, জি আই রাসেল, শরাফত হোসেন, সাদেক খান, সদস্যসচিব নুরুল আমিন, কো-কনভেনর আকতার হোসাইন, জীবক বড়ুয়া, ইভেন্ট ম্যানেজমেন্ট কনসালট্যান্ট শেখ মাওলা, অর্থ কমিটির চেয়ারম্যান নাইম রহমান, কালচারাল কমিটির চেয়ারম্যান আবু রুমি, সায়েন্স অ্যান্ড টেক কো-চেয়ারম্যান আবু হানিফ, মিডিয়া অ্যান্ড প্রেস এ্যান্থনী পিউস গমেজ, মোহসিনা রিমি, সেমিনার কমিটির চেয়ারম্যান ড. ফাইজুল ইসলাম, ইয়ুথ কমিটির কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভিডিও ও ফটোগ্রাফি কমিটির চেয়ারম্যান রাজীব বড়ুয়া, টিকিট ও রেজিস্ট্রেশন কমিটির কো-চেয়ারম্যান জাদি হোসাইন ও ইভেন্ট ম্যানেজমেন্ট পরিচালক শিব্বীর আহমেদ।
বৈঠকে ফোবানার অগ্রগতির রিপোর্টে গভীর সন্তোষ প্রকাশ করেন রেহান রেজা। তিনি সম্মেলনকে আরও সফল ও গতিময় করার লক্ষ্যে বিশেষ দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।