হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজে ডুয়েল ভিউ স্ক্যানারে নিরাপত্তা তল্লাশি বা স্ক্রিনিংয়ের সময় এভিয়েশন সিকিউরিটির সদস্যরা রপ্তানি পোশাকের চালানে কোকেন সদৃশ মাদক আটক করেছেন।
জানাগেছে এই পন্য গুলো নেপচুন ফ্রেইট লিমিটেড নামে একটি কোম্পানীর গার্মেন্টস পন্যের চালান। কোম্পানীটির মালিকের নাম রুবেল হোসেন, ৫০১, রোড ১৪ কেরানীগঞ্জ, ঢাকা এই ঠিকানায় অবিস্থত কোম্পানীটি।
ইউনাইটেড ট্রেড নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই পন্যগুলো প্যাকেজিং করা হয়। একটি বিদেশী কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ রাতে পন্যগুলো হংকং যাবার কথা ছিল। ঢাকা কাস্টমস হাউস সুত্রে এই তথ্য জানাগেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ২টায় এ তল্লাশি চালানো হয়েছে কার্গো চালানটিতে মোট ৩৪০ টি কার্টন প্যাকেট ছিল।
জানাগেছে একটি সিন্ডিকেট তৈরি পোশাকের আড়ালে কোকেন সদৃশ মাদক পাচারের চেষ্টা চলছিল।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, ‘পুরো পরীক্ষা নিরীক্ষা শেষে কি পরিমাণ মাদক ছিল তা জানা যাবে।
জব্দ করা মাদক বিমানবন্দর থানায় স্থানান্তর করা হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান।
জানা যায় রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম নেপচুন ফ্রেইট।