আমেরিকার কথায় এদেশ চলে না : নৌমন্ত্রী

index_126683আমেরিকার কথায় বাংলাদেশ চলে না। জনগণের ইচ্ছায় এদেশ চলে বলে মন্তব্য করেছেন নৌ-মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার সকালে পরশুরাম উপজেলার বিলোনিয়া স্থলবন্দর পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার দেশে ১০টি স্থলবন্দর চালু করেছে। এ বছরের মধ্যে আরো ২টি স্থলবন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। মন্ত্রী বলেন, আমদানী-রপ্তানির কথা বিবেচনা করে বন্দরগুলোর উন্নয়ন করা হবে। বিলোনিয়া স্থলবন্দরে চলতি বছরের ডিসেম্বর নাগাদ অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকম, সহ-সভাপতি খায়রুল বাশার তপন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল ও অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমূখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.