টাঙ্গাইলে রাস্তায় কারা ফেলে গেছে সিন্দুকটি

টাঙ্গাইলে রাস্তা থেকে একটি তালাবদ্ধ সিন্দুক উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর এলাকার পাথাইলকান্দি রেলক্রসিং সংলগ্ন পেয়ারা বাগান থেকে সিন্দুকটি উদ্ধার করা হয়।

সিন্দুকটির উপর একটি বিয়ে রেজিস্টারের ফটোকপি পাওয়া যায়।
ফটোকপিটি মাদারীপুরের রাজৈর এলাকার মিলন স্বর্ণকারের বিয়ের।
সিন্দুকটি নিয়ে এলাকার মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান বলেন, লোহার সিন্দুকটি চুরি করে নিয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর রেলক্রসিং এলাকায় ফেলে যায় চোরেরা।
সিন্দুকটি তালাবদ্ধ। সিন্দুকের ওপর থেকে একটি হিন্দু বিয়ের রেজিস্টারের ফটোকপি পাওয়া গেছে।
বিয়ের রেজিস্টারে মাদারীপুরের রাজৈরের সাহাপাড়া গ্রামের দুলাল স্বর্ণাকারের ছেলে মিলন স্বর্ণকারের নাম লেখা রয়েছে।
সিন্দুকের মালিককে খবর দেয়া হয়েছে। মালিক এলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.