সাস্কাতুনে বাংলা নববর্ষ বরণ

eb84dd88af9f262a563888656656be49-Pic-7কানাডার সাস্কাচেওয়ান প্রদেশের সাস্কাতুনে বাংলা নববর্ষ ১৪২৩ বরণ করা হয়েছে। বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচেওয়ানের (বিকাশ) উদ্যোগে ৩০ এপ্রিল শনিবার স্থানীয় বেথেলহাম ক্যাথলিক হাই স্কুলে আয়োজিত এই অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাস্কাতুনের সিটি মেয়র ডন অ্যাচিসন। এরপর বক্তব্য দেন বিকাশের সভাপতি জাকির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাস্কাতুনের ওয়েস্টের এমপি শ্যারি ব্যানসন।
এসো হে বৈশাখ এসো এসো গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। গান, নাচ, আবৃত্তি, যেমন খুশি তেমন সাজ আর ফ্যাশন শোর মাধ্যমে এক মনোজ্ঞ
সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন উপস্থিত প্রবাসীরা। এ ছাড়া বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য সাস্কাতুনপ্রবাসী বেশ কয়েকজনকে সম্মাননা পদক দেওয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.