ঝিনাইদহে নিজ ঘর থেকে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে সদর উপজেলার উদরপুর গ্রামে নিজ ঘর থেকে কারিশমা নামের ওই ব্যক্তির ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, উদয়পুর গ্রামে ওই বাড়িতে কারিশমা একাই থাকতো।
সম্প্রতি অন্যত্র বাড়ি তৈরি করায় শহরের টার্মিনাল এলাকার এক ব্যক্তির কাছে তিনি বাড়িটি বিক্রির জন্য বায়না করেছেন।
বুধবার দুপুরে ওই বাড়িতে ক্রেতারা গেলে ঘরে তার লাশ দেখতে পায়।
তবে ফাঁস দেয়া হলেও ঝুলন্ত না থাকায় এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন স্বজনরা।
নিহতের ভাই নুরুনবী বলেন, কারিশমাকে ঘরের ফ্যানের সাথে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।
বিছানায় বসা অবস্থায় ফ্যানের সাথে ঝুলছে। তাকে হত্যার পর ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
টাকা ও গহনার কারণে কে বা কারা তাকে হত্যা করেছে।