চট্টগ্রামে স্মার্টফোন ও ট্যাব মেলা

CTG21462592256বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মতো দুই দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু হয়েছে।

শুক্রবার বিকেলে মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

টেক শহর ডট কমের উদ্যোগে এই মেলার উদ্বোধনের পর চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতিহারে দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করার ঘোষণা দিয়েছিল। প্রধানমন্ত্রী তার ঘোষণা বাস্তবায়ন করেছেন। প্রধানমন্ত্রীর অবদানে আজ আমরা ডিজিটাল বাংলাদেশের বাসিন্দা।

মেয়র বলেন, আগামী দিনে আর বই ভর্তি ভারি ব্যাগ নিয়ে স্কুলে যেতে হবে না। বইয়ের পরিবর্তে ট্যাব নিয়ে তারা স্কুলে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনি, এডিসন গ্রুপের সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক, টেকশহরডটকমের কর্মকর্তা আল আমিন দেওয়ান।

মেলায় অংশ নিয়েছে স্যামসাং, উই, সিম্ফনি, হুয়াওয়ে, আসুস, শাওমি, গ্যাজেট গ্যাং সেভেন, ওয়ান প্লাস, লাভা, ইউসিসি, ট্রানসেন্ড, আপনজনডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠান। শনিবার রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.