আরও এক বার খারিজ করা হল রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন।
একইসঙ্গে তার ভাই শৌভিকসহ অন্য অভিযুক্তদের জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার অভিনেত্রীর জামিনের আবেদন করা হলেও, তা মঞ্জুর করেননি দায়রা আদালতের বিচারপতি।
রিয়া জানান, জেলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।
তাকে শারীরিক অত্যাচার এবং ধর্ষণের ভয় পর্যন্ত দেখানো হয়েছে বলে দাবি অভিনেত্রীর।
মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন বলে জানান ২৮ বছর বয়সী অভিনেত্রী।