দুদিন ধরে নিখোঁজ একমাত্র সন্তান নীরবকে খুঁজে পেতে মরিয়া রেবেকা। কেউ যখন সাধাসিধে এই বিধবা মায়ের ফরিয়াদে গুরুত্ব দেয় না, তখন রেবেকা নিজেই অনুসন্ধানে নামেন। আবিস্কার করতে থাকেন একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এরই মধ্যে রেবেকার পিছু নেয় এক রহস্যময় এক আগন্তুক। কে এই আগন্তুক? কোথায় আছে নীরব? রেবেকা কি আদৌ খুঁজে পাবেন তাঁর সন্তানকে? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আসছে একক নাটক ‘নিখোঁজ’।
তরুণ নির্মাতা মিনহাজ আল দীন পরিচালিত নাটকটির ট্রেলার ইউটিউবে প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে ভালো সাড়াও পেয়েছেন তিনি। ‘নিখোঁজ’ নাটকে অভিনয় করেছেন স্পর্শীয়া, নিরব ইসলাম, শামীমা নাজনীন, স্বাধীন খসরু, কাজী উজ্জ্বল, বজলুর রহমান প্রমুখ। পরিচালক মিনহাজ তাঁর অন্যান্য প্রোডাকশনের মতো ‘নিখোঁজ’-এও ছোট একটি চরিত্রে অভিনয় করেছেন।