এবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) নজরে সাইফ কন্যা সারা আলি খান।
নজরে রয়েছেন আরও দুই অভিনেত্রী রাকুলপ্রীত ও সিমন খামবাট্টা।
এনসিবির জিজ্ঞাসাবাদের সময় এ তিন জনের নাম বলেছেন রিয়া চক্রবর্তী।
সূত্রের খবর, রিয়া এনসিবিকে জানিয়েছেন, সারাসহ এ দুই অভিনেত্রী মাদক নিয়েছেন।
২০ পাতার লম্বা বিবৃতিতে এ তিন অভিনেত্রীর নাম বিশেষভাবে নিয়েছেন রিয়া।
সঙ্গে নজরে রয়েছে বলিউডের আরও বেশ কয়েকজন অভিনেতাও।
এর মধ্যে রয়েছেন মুকেশ ছাবড়া, রাকুলপ্রীত সিং, রোহিনী লায়রসহ বেশ কয়েকজন।
আগামী কয়েক দিনে বলিউডে অভিনেতাদের এক এক করে এনসিবি জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে বলে জানা গেছে।