১০ লাখ শ্রমিক ভিসা ইস্যু করেছে সৌদি আরব

Gulf-Workersশ্রমিক নিয়োগের জন্য ১০ লাখ ভিসা ইস্যু করেছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়। দেশটির ১০টি শ্রমিক নিয়োগকারী কোম্পানির জন্য এসব ভিসা ইস্যু করা হয়েছে। সৌদি আরবের প্রভাবশালী আরবি দৈনিক আলওয়াতান মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলছে, প্রত্যেক কোম্পানির জন্য এক লাখ ভিসা বরাদ্দ দেয়া হয়েছে। শ্রমিক নিয়োগ কোম্পানির জন্য ভিসার পরিমাণ ৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
মানবপাচার ও বাণিজ্য এবং তথাকথিত বিনা মূল্যে ভিসা ঠেকাতে সৌদি শ্রম মন্ত্রণালয় এ পদক্ষেপ নিয়েছে। কোম্পানিগুলো দেশটির কর্মসংস্থান বাজারের ছোট ও মাঝারি খাতে ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য নতুন ভিসা ব্যবহার করবে। দেশটির ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত ভয়াবহ শ্রমিক সংকটে ভুগছে। সৌদি কানাডিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ইমাদ আল ঢুকাইর বলেন, স্থানীয় বাজারে শ্রমিক সংকট কাটাতে নতুন এ পদক্ষেপ সহায়ক হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.