ভাইরাস ম্যালওয়্যার আক্রমণের তালিকায় বাংলাদেশের নাম পাওয়া গেছে। যদিও সর্বাধিক চেষ্টা করা হয় পাকিস্তান এবং ইন্দোনেশিয়ায়। এদের পরেই রয়েছে ফিলিণস্তিনের কিছু এলাকা, বাংলাদেশ এবং নেপালের নাম। সম্প্রতি মাইক্রোসফটের ম্যালওয়্যার প্রতিরোধী পদ্ধতির উপর ভিত্তি করে চালানো এক গবেষণায় এই তথ্য জানা গেছে।
মাইক্রোসফটের দেয়া তথ্যমতে জাপান, ফিনল্যান্ড, নরওয়ে এবং সুইডেন সবচেয়ে কম ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয়। বেশ কিছু ম্যালওয়্যার আক্রমণ বিশ্লেষণ করে দেখা গেছে, সব আক্রমণের অর্ধেক সংখ্যক এশিয়া থেকে এবং পাঁচ ভাগের এক ভাগ ল্যাটিন আমেরিকা থেকে সূত্রপাত হয়।
মাইক্রোসফটের পরিচালক অ্যালেক্স ওয়েইনার্ট বলেন, প্রতিদিন উত্তরে ১ কোটি আক্রমণ শনাক্ত করা হয়। যদিও আক্রমণগুলো সবক্ষেত্রে সফল হয় না। তারা আরো জানান, প্রতিবছর এমন অনেক আক্রমণ দেখা যায় যেখানে আক্রমণকারী ব্যবহারকারীর লগইন আইডি এবং পাসওয়ার্ড জানে। ফলে বিষয়টি প্রযুক্তি সংশ্লিষ্টদের যথেষ্ট মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।