আগামী ‘লেবার ডে’ সপ্তাহান্তে অনুষ্ঠিত হবে ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা) ৩০তম বাংলাদেশ সম্মেলন।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়া রাজ্যের আর্লিংটন সিটিতে শেরাটন পেন্টাগন সিটি হোটেলের বলরুমে ৩ ও ৪ সেপ্টেম্বর শনি ও রোববার অনুষ্ঠেয় এ সম্মেলনে বিষয়ভিত্তিক ১২টি সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারের জন্য প্রবন্ধ জমা দিতে আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এজন্য সেমিনার কমিটির চেয়ারম্যান ড. ফাইজুল হাসানের ৭০৩-৯৮০-০৮১৭ ফোন নম্বরে অথবা mislam@aol.com, washingtonfobana2016@gmail.com ঠিকানায় ইমেইল পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এবার সেমিনারের মধ্যে রয়েছে রাজনীতি এবং সুশাসন, অর্থনীতি, স্বাস্থ্য এবং শিক্ষা, সায়েন্স এ্যান্ড টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, স্বাস্থ্য ও পরিবেশ, বাংলা সাহিত্য, যুব সমস্যা, প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও সমাধান।
সম্মেলনে বিষয়ভিত্তিক এসব সেমিনার ছাড়াও থাকবে নতুন প্রজন্মের মেধা সন্ধান, বিশেষভাবে কৃতিত্ব প্রদর্শনকারীদের পুরস্কার প্রদান, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র ও চলচ্চিত্র প্রদর্শন, কাব্য জলসা, সাহিত্য আড্ডা, ফ্যাশন শো, নাটক ও ফোবানা ম্যারাথন।
‘বাংলা আর বাঙালির মুখ’ স্লোগানে এ ফোবানার আয়োজক কমিটির নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ আলমগীর (সভাপতি) এবং নূরল আলম নুরু (সদস্য সচিব)।
কমিটিতে আরও রয়েছেন এটিএম আলম, করিম সালাহউদ্দিন, শিব্বির আহমেদ, নাঈম রহমান, আনোয়ারুল করিম, ইনারা ইসলাম, সালেহ আহমেদ।