আবারও সানি লিওনে আপত্তি

sunny_leone1462606048বলিউডে পা রাখার পর থেকেই নানা কারণে বাধার মুখে পড়তে হয়েছে সানি লিওনকে। তার সিনেমায় কাজ করা নিয়েও আপত্তি তুলেছেন অনেকেই। এবার এ অভিনেত্রীকে নিয়ে আপত্তি তুলল একটি ডানপন্থি সংগঠনের নারীকর্মীরা।

হিন্দু জনজাগ্রুতি সমিতির নারী কর্মীরা গতকাল মুম্বাইয়ের থানে অঞ্চলের পুলিশ কমিশনারের কাছে একটি অভিযোগ করেন। সেখানে তারা সানি লিওনের ছবি সম্বলিত একটি ওয়েবসাইট বন্ধের দাবি জানান।

থানে পুলিশ কমিশনার পরমবীর সিং ওই নারী কর্মীদের জানান, পুলিশ কোম্পানিটিকে এ বিষয়ে এর আগেও একটি চিঠি পাঠিয়েছে কিন্তু কোনো উত্তর পায়নি। পাশাপাশি এও জানান ওয়েবসাইটটি বন্ধের জন্য আবারও ওই প্রতিষ্ঠানকে বলবে পুলিশ।

এর আগে সানিকে নিয়ে আপত্তি তুলেছেন অনেকেই। যার মধ্যে রয়েছেন রাজনৈতিক ব্যক্তি এবং সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই। এ ছাড়া সাবেক এ পর্নো তারকার বিরুদ্ধে যুব সমাজকে ধ্বংস করছেন, এমন অভিযোগও ওঠে। পাশাপাশি সানি লিওনকে ভারত থেকে বিতারিত করারও দাবি তোলা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.