বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই মুহুর্তে তারেক রহমানের দেশে ফেরা নিরাপদ মনে করছে না বিএনপি।
জার্মানি ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে বাংলার সাপ্তাহিক ইউটিউব টক শোতে তিনি এ কথা বলেন।
এছাড়া তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সাম্প্রতিক গুঞ্জনের বিষয়েও কথা বলেছেন তিনি।
ওই টকশোতে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এই মুহূর্তে তারেক রহমান দেশে ফিরুন দলই তা চায় না।
জাইমা রহমানের নেতৃত্ব গ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন তথ্য ‘মনগড়া’।