দক্ষিণ আফ্রিকা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩১ সদস্যবিশিষ্ট সম্মেলন কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার জোহানসবার্গের একটি রেস্টুরেন্টে সম্মেলন কক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে দীর্ঘদিন থেকে চলে আসা আহ্বায়ক কমিটির সব কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকা বিএনপির প্রধান উপদেষ্টা মিজানুর রহমান।
এরপর তিনি ৩১ সদস্যবিশিষ্ট সম্মেলন কমিটি গঠন করেন। দুই পর্বের এ সভাটি যথাক্রমে নজরুল ইসলাম সবুজ ও মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভাটি পরিচালনা করেন যথাক্রমে এসএইচ মোশাররফ ও নুরুল আলম খোকন। সভায় উপস্থিত ছিলেন হোসেন মঞ্জু, যুবনেতা রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী।