প্রবাসীদের সুখ দুঃখ তুলে ধরতে ও ইউরোপ প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের একই প্লাট ফর্মে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদ্যোগ নিয়ে বিভিন্ন ইলেক্ট্রনিক্স, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় উদ্যমী ও তরুণ বাংলা মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বাংলা ভিশন ফ্রান্স প্রতিনিধি ফয়সাল আহমেদ দ্বীপকে আহ্বায়ক এবং শীর্ষস্থানীয় অনলাইন জাগো নিউজ২৪ডট কম ও দৈনিক যুগান্তর ইতালি প্রতিনিধি জমির হোসেনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের লক্ষ্য ইউরোপ এবং বাংলাদেশের মধ্যে যোগসূত্র স্থাপন এবং ইউরোপে বসবাসরত বাংলাদেশীদের কল্যাণে কাজ করা।