তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে দেওয়া ফাঁসির রায়ের সমালোচনা ও নিন্দা করেছেন।
মতিউর রহমান নিজামীকে ইসলামের একজন মুজাহিদ উল্লেখ করে তিনি বলেছেন, বাংলাদেশে প্রায় ৭০ বছর বয়সী একজন ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি কোনো ধরনের অপরাধ করেননি। আমাদের একাধিকবার উদ্যোগ নেওয়ার পরও ফাঁসি দেয়ার হার বেড়েই চলছে। এধরণের রায়ে বাংলাদেশে ঘৃণাই বাড়বে। এভাবে ফাঁসি দেয়ার মানসিকতাকে আমি সু-শাসন(ন্যায়সঙ্গত) শাসন কিংবা গণতান্ত্রিক মানসিকতা বলে মনে করি না।
তুরস্কের প্রেসিডেন্টের সরকারি ওয়েবসাইটে গত ৬ মে তার এ বক্তব্য প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা নিজামীর ফাঁসির আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজ করে দিয়ে বৃহস্পতিবার তার মৃত্যুদণ্ড বহাল রাখে সুপ্রিম কোর্ট।