বাজারের অস্থিরতা কমাতে এবার মিশর ও তুরস্ক থেকে বাল্ক ক্যারিয়ার জাহাজে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এস আলম গ্রুপ মিশর ও তুরস্ক থেকে এভাব পেঁয়াজ আমদানি করবে।
ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে।
মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে কিছু পেঁয়াজ আমদানি হলেও তা চাহিদার তুলনায় কম।
এ অবস্থায় সমুদ্রপথে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রামের এস আলম গ্রুপ।
আগামি সপ্তাহে আমদানি ঋণপত্র খোলা হবে।
বাল্ক ক্যারিয়ার জাহাজযোগে এ চালানের পেঁয়াজ আসবে চট্টগ্রাম বন্দরে।