অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত সম্প্রতি সুশান্ত সিং ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে জানান, বলিউডের ৯৯ শতাংশই মাদক গ্রহণ করেন।
এই কথার প্রেক্ষিতে বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর বলেছিলেন, ‘কঙ্গনার রাজ্য হিমাচল মাদক সেবনের আখড়া।
তার উচিত আগে সে সমস্যার সমাধান করা।
যে অভিনেত্রী সাধারণ মানুষের করের টাকায় চলাফেরা করছেন, তিনি কেন পুলিশকে তার রাজ্যের ড্রাগ র্যাকেটের খবর দিতে পারছেন না?
তবে গালকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাউয়াত ঊর্মিলার কথার জবাব দিয়েছেন।
বলেছেন, চাইলে খুব সহজে তিনি বিজেপির টিকিট পেতে পারেন।
সেজন্য তাকে এতকিছু করতে হবে না।
ঊর্মিলা বিখ্যাত হয়েছেন সফট পর্নে অভিনয় করে।