সুশান্ত সিংয়ের মৃত্যুর মামলায় গ্রেপ্তার হয়েছেন তার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জিজ্ঞাসাবাদের সময় তিনি দাবি করেন বলিউডের ৮০ শতাংশ তারকা মাদক সেবন করেন।
ভারতীয় গণমাধ্যম জি-নিউজের খবরে বলা হয়, মাদক সেবন বা চক্রের সঙ্গে বলিউডের কোন কোন তারকার যোগ রয়েছে, তা নিয়ে ২৫ জনের একটি তালিকাও এনসিবির হাত তুলে দেন রিয়া।
যার মধ্যে প্রথমেই সারা আলী খান এবং রাকুলপ্রীত সিংয়ের নাম নেন রিয়া চক্রবর্তী।
এ নিয়ে সারা আলী খান কোনও মন্তব্য করেননি।
তবে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন অভিনেত্রী রাকুলপ্রীত সিং।
মাদক মামলায় তার নাম জড়িয়ে যেভাবে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে, তা বন্ধ করা হোক বলে দিল্লি হাইকোর্টের কাছে আবেদন করেন অভিনেত্রী।