জায়েদ খান-মিশা সওদাগর এফডিসিতে নিষিদ্ধ হতে পারেন!

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক জায়েদ খানকে নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না।
স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে এর আগে বাংলাদেশের চলচ্চিত্রের ১৯টি সংগঠন বয়কটের ডাক দিয়েছিল।
এবার এফডিসিতে এই দুইজনের প্রবেশ নিষিদ্ধ করতে ব্যবস্থা নিতে যাচ্ছে এই ১৯টিসংগঠন।

বৃহস্পতিবার ১৯ সংগঠনের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান, চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।
খসরু বলেন, ‘জায়েদ খান যেন এফডিসিতে ঢুকতে না পারেন সে জন্য এফডিসির এমডি বরাবর লিখিত আবেদন জানানো হবে।
আজ সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যায়কারী যেই হোক তাকে শাস্তি পেতে হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.