নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে নয় বছরে ৯ বিয়ে!

নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে নয় বছরে ৯ বিয়ে! পেশায় সিকিউরিটি সুপারভাইজার। তবে কখনো নিজেকে সরকারি বা সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে ৯ বছরে বিয়ে করেছেন ৯টি।

এর বাইরে প্রেমিকা রয়েছে আরো ৪ জন। তাদেরও বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।

শুধু বিয়ে নয়, চাকরি দেয়ার নাম করেও শ্বশুরবাড়ির স্বজনদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। অবশেষে চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছেন প্রতারক সোলায়মান।

সোলায়মানকে নিয়ে আগেই বেশ কিছু তথ্য পেয়েছিলো গোয়েন্দা পুলিশ। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় তাকে আটক করা যাচ্ছিলো না।

শেষ পর্যন্ত ১৫ বছর বয়সী এক কিশোরীর মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে পাহাড়তলী থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.