মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হউক আগামীর বাংলাদেশ

Arafat-md20160508221416সুইডেনের স্টকহোম শহরে রয়েল কলেজ অব টেকনিক্যালের সেমিনার হলে ‘প্রগ্রেসিভ ইয়াং ফোর্স অফ ইউরোপ’ এর এক সেমিনার অনুষ্ঠিত হয়। ‘আগামীর বাংলাদেশ গঠনে প্রবাসীদের করণীয়’ শীর্ষক এই সেমিনারে মুখ্য আলোচক ছিলেন সুচিন্তা বাংলাদেশ এর আহবায়ক ও সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত।

তিনি বলেন, যারা স্বাধীন বাংলাদেশের জাতির জনককে স্বীকার করে না, জয়বাংলা স্লোগান দিতে ভয় পায় এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না তাদের সঙ্গে কোন ঐক্য হতে পারে না। বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নে প্রবাসী বাংলাদেশের জনগণ মেধা দিয়ে তাদের সৃজনশীল কর্মের মাধ্যমে এগিয়ে আসতে পারে। আজকের তথ্য প্রযুক্তির যুগে পৃথিবীর যে কোন দেশ থেকে বাংলাদেশের সমৃদ্ধির জন্য কাজ করতে পারে। কিন্তু আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমরা যেন আমাদের প্রিয় মাতৃভূমির জন্য অন্তরের টান অনুভব করি।

সংগঠনের আহবায়ক হেলথ-টেক ফাউন্ডেশন এর সিইও ড. বিদ্যুত বড়ুয়ার সভাপতিত্বে জুবায়দুল হক সবুজের সঞ্চালনায় আলোচনা করেন হেড অব ইউরোপিয়ান ল কলেজ, ইউকের প্রশান্ত ভূষণ বড়ুয়া, এফবিসিসিআই ও সার্ক চেম্বারের ডিরেক্টর রেজাউল করিম, অধ্যাপক মান্নান মৃধা, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, ড. বিপ্লব শাহনেওয়াজ, ইঞ্জিনিয়ার হেদায়তুল ইসলাম শেলী।

সেমিনারে প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন খেতু মিয়া, তসলিমা মুন, আরিফ মাহবুব, সেন্টু আলী, ড. রানা খান, ড. সামিউল হক রানা, তানজিল ইসলাম তানজুসহ অনেকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.