ভারতীয় ভিসা ব্যবস্থা উন্নত হচ্ছে বাংলাদেশিদের জন্য

Delhi20160509145233স্বচ্ছতা নিশ্চিত করতে ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশিদের জন্য ভিসা ব্যবস্থা আরো উন্নত করার পরিকল্পনা নিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি বিকাশ স্বরূপ বলেন, ‘ঢাকায় আমাদের হাইকমিশন সম্ভবত সারা পৃথিবীতে ভারতের সব দূতাবাসের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভিসা দিয়ে থাকে। কিন্তু তার পরও সেখানে ভিসার চাহিদা আমাদের ক্ষমতার চেয়ে চারগুণ বেশি। আমরা সেখানে আমাদের ভিসা আবেদনের পদ্ধতি আরো উন্নত করার চেষ্টা করছি। সেখানে আরো লোকবল নিয়োগ করে এই বাড়তি চাহিদা মেটানোর চেষ্টা চালাচ্ছি’।

ভারতীয় ভিসা ব্যবস্থা নিয়ে বাংলাদেশে ব্যাপক সমালোচনা চলছে। ই-টোকেন ব্যবস্থায় কারচুপিরও অভিযোগ রয়েছে স্থানীয়দের। এছাড়া ই-টোকেন পাইয়ে দেওয়ার নামেও অবৈধ লেনদেনের অভিযোগ রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস লাইন এ বিষয়ে নয়াদিল্লি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে তারা কম্পিউটারের ত্রুটি ও তা চালাতে কর্মকর্তাদের পদ্ধতিগত দক্ষতার অভাবকে দায়ী করেন।

বাংলাদেশে প্রত্যেক দিন ৭ হাজার ভারতীয় ভিসার চাহিদা থাকলেও হাই কমিশন মাত্র সাড়ে ৩ হাজার ভিসা দিতে পারেন। এর পেছনে জনবল সংকটকে দায়ী করেছেন ভারতীয় কর্মকর্তারা। এ সমস্যা সমাধানে হাই কমিশনে আরো অন্তত ৩০ জনেরও বেশি কর্মকর্তা প্রয়োজন।

গণ-ইমেইল কর্মসূচির মাধ্যমে ঢাকায় ভিসাপ্রার্থীদের ক্যাম্পেইনের পর বিকাশ স্বরূপ বলেন, ভিসা দেওয়ার ক্ষমতার চেয়ে চাহিদা বেশির কারণেই এটি হয়েছে।

তিনি বলেন, আমরা সব সমস্যা সম্পর্কে অবহিত রয়েছি। ভিসা আবেদনের পদ্ধতি সম্পূর্ণ সুসংহত, স্বচ্ছ্ব ও কার্যকরী করে তোলার জন্য আমরা চেষ্টা করছি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.