এভিয়েশন নিউজ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহম্মেদ শতভাগ নিশ্চিত না হয়ে বিমানের বৈমানিকদের নিয়ে কল্পনা প্রসুত, অনুমান নির্ভর ও বিরোধী সোর্সের ভিত্তিতে পাওয়া সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেছেন। তিনি বলেছেন, ফ্লাইট পরিচালণার ক্ষেত্রে এসব রিপোটিং মারাত্বক ও ঝুকিপুর্ণ।
কিছু কিছু সংবাদ মাধ্যমের অতিরিঞ্জিত সংবাদ প্রচারের কারণে বিমান কর্মী, যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক নেমে এসেছে। এতে তারা বিভ্রান্তও হচ্ছেন। একারণে অমুলক আশংকা বা শংকা বৈমানিকদের দৈনন্দিন কর্মকান্ডে বিশেষ করে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে মারাত্বক নেতিবাচক প্রভাব ফেলছে। যা বিমান ও যাত্রী সাধারণের নিরাপত্তার জন্য হুমকী স্বরুপ। বৈমানিকদের জন্য বিষয়টি খুবই স্পর্শকাতর ও ঝুকিপুর্ণ।
বিমান এমডি বলেন, বিমান চালনার জন্য মানসিক শান্তি ও স্থিতি খুবই গুরুত্বপর্ণ। ককপিটে আসন গ্রহনের জন্য শতভাগ ফিটনেস থাকাটা যাত্রী, জাহাজ ও নিরাপদ ফ্লাইংয়ের জন্য অত্যাবশ্যক। কোন অবস্থাতেই এ বিষয়ে কোনরুপ আপোষ করার সুযোগ নেই। তিনি বলেন, শেষ কলেমা পড়ে বৈমানিকরা ককপিটে বসেন। শত শত যাত্রীর নিরাপদ জীবন নিয়ে তাদেরকে ফ্লাইট পরিচালণা করতে হয়।
কিন্তু বর্তমান অবস্থা চিন্তা করে বিমানের অধিকাংশ পাইলটকে মানসিক ভাবে শান্তি ও স্থিতি দিতে পারছে না। বিমান পরিচালণার ক্ষেত্রেও তাদের মনস্তত্বে শংকা ও ভীতির সংঞ্চার করছে। এই অবস্থায় সকল সংবাদ মাধ্যম, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সর্বস্তরের মানুষকে শতভাগ নিশ্চিত না হয়ে বৈমানিকদের বিরুদ্ধে কোন সংবাদ তৈরী ও ব্যবস্থা না নেয়ার অনুরোধ জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানান।
তিনি বলেণ, বিমানের সোনা চোরাচালানের অভিযোগে এক পাইলটসহ ৩ বিমান কর্মকর্তার গ্রেফতারকে কেন্দ্র করে বিভিন্ন পত্র পত্রিকা ঢালাওভাবে পাইলট ও কেবিন ক্রুদের নিয়ে নিয়ে অমুলক, কল্পনাপ্রসুত ও ভিত্তীহীন সংবাদ প্রকাশ করে যাচ্ছে। এমডি বলেন সোনা চোরাচালানের দায়ে বিমান কর্মীদের গ্রেফতার হওয়ার বিষয়টি খুবই নিন্দনীয় ও দুঃখজনক।
বিমান আশা করছে সোনা চোরাচালানের মতো অপরাধে জড়িত বিমান কর্মীদের যথোপযুক্ত শাস্তি হোক। এজন্য বিমান সংশ্লিষ্ট কতৃপক্ষকে সর্বাÍক সহযোগিতা করতে প্রস্তুত আছে। অতীতে বিমান কর্মীদের মধ্যে যারা এসব অপরাধমুলক কর্মকান্ডে সম্পুক্ত হয়েছিল বিমান তাদের শাস্তি নিশ্চিত করেছে।
বর্তমান ঘটনায়ও এর ব্যতিক্রম হবে না। এ জাতীয় অপরাধের পুনরাবৃত্তি রোধে বিমান ব্যবস্থাপনা অধিকতর সচেতন হওয়ার পাশাপাশি কার্যকরী নতুন ব্যবস্থা প্রণয়নের অঙ্গীকার করছে। বর্তমান ঘটনায়ও এর ব্যতিক্রম হবে না। এ ধরনরে অপরাধ পুনরাবৃত্তি রোধে বিমান ব্যবস্থাপনা অধিকতর সচেতন হওয়ার পাশাপাশি কার্যকরী নতুন ব্যবস্থা প্রনোয়নের অঙ্গীকার করছে।