এভিয়েশন নিউজ: সিলেট অঞ্চলের প্রবাসীদের স্বার্থ ও সরকারের অর্থনৈতিক ক্ষতির হাত থেকে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু ও সিলেট-ঢাকা সিলেট ফ্লাইট চালুর দাবি জানান আটাব নেতারা। নতুবা আটাব প্রবাসী যাত্রীদের সঙ্গে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বয়কট করবে।
বুধবার আটাব সিলেটের উদ্যোগে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু ও সিলেট-ঢাকা-সিলেট ফ্লাইট চালু করার দাবিতে বিমান বাংলাদেশ সিলেট অফিসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা এ কথা বলেন। পরে তারা বিমান ম্যানেজার বরাবরে একটি স্মারকলিপি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আটাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান আবদুর জব্বার জলিল, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, আটাব নেতা আতাউর রহমান, শিরু আহমদ, খন্দকার শিপার আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট অঞ্চলের যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়েছিল এবং এখনও সিলেট অঞ্চলের প্রায় ৮০ ভাগ যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করেন। আটাব সিলেট অঞ্চল এবং প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা দেয়া হয়।
কিন্তু কিছু দিন সিলেট লন্ডন-সিলেট ফ্লাইট চালু করা হলেও অযৌক্তিক কারণ দেখিয়ে তা বন্ধ করে দেয়া হয়। সঙ্গে সঙ্গে সিলেট-ঢাকা-সিলেট অভ্যন্তরীণ ফ্লাইটও বন্ধ করা হয়। যার ফলে সিলেট অঞ্চলের প্রবাসীরা ঢাকা হয়ে বিদেশ ভ্রমণকালে ট্রানজিটে থাকা খাওয়াসহ বিভিন্ন দুর্ভোগের শিকার হয়ে থাকেন।