নিজামীকে ফাঁসি দিতে কারাগারে জল্লাদ রাজু

2016_05_10_15_33_32_x8OcxDg88sqIcOnZ7WRaRnNbLceVkA_800xautoমানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি রায় কার্যকরে জল্লাদদের টিমে থাকছেন জল্লাদ রাজু। তাকে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে আনা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে।

মঙ্গলবার (১০ মে) দুপুর তিনটায় রাজুকে আনা হয় এ কারাগারে। কারারক্ষীদের প্রহরায় প্রিজন ভ্যানে করে এনে রাজুকে কারাগারের ভেতরে নেওয়া হয়েছে।

কারা বিধি অনুসারে, একটি ফাঁসির রায় কার্যকর করতে সাতজন জল্লাদ অংশ নেন। তাদের প্রধান থাকেন একজন এবং সহযোগী জল্লাদ থাকেন ৬ জন। এখন পর্যন্ত জল্লাদদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা না হলেও জল্লাদ রাজুর নেতৃত্বে নিজামীর ফাঁসির রায় কার্যকর করার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে কারা সূত্র।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.