প্রতি বছর কাজের সন্ধানে বিদেশ পাড়ি জমান লাখ লাখ বাংলাদেশি নাগরিক।
বাংলাদেশি প্রবাসীরা বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করে অর্থ উপার্জন করেন।
বছরের পর বছর দেশে আসেন না তারা। অনেকের আবার জীবিত ফিরে আসাও সম্ভব হয় না।
কর্মরত অবস্থায় দুর্ঘটনায় অথবা রোগে ভুগে মৃত্যুবরণ করেন সেখানেই।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের দেয়া তথ্য থেকে জানা গেছে, ১৯৯৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৩৮ হাজার ২৪ জনের লাশ দেশে ফিরিয়ে আনা হয়েছে।
সূত্রঃ সময়নিউজ.টিভি