মামলায় এবার আসছে দিয়া মির্জার নাম

সুশান্তের সিং রাজপুতের মৃত্যুর মাদক যোগের তদন্তে জড়াচ্ছে একের পর এক অভিনেত্রীর নাম।
সারা আলি খান এবং দীপিকা পাড়ুকোনের পর এ বার উঠে আসছে অভিনেত্রী দিয়া মির্জার নাম।
মাদক পাচারকারী অঙ্কুশ ও অনুজ কেশওয়ানিকে জেরা করেই উঠে এসেছে দিয়ার নাম।

দিয়ার ম্যানেজার ছিলেন অনুজের বান্ধবী। সেই সূত্রে তিনিই দিয়াকে মাদক সরবরাহ করতেন।
ফলে, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র অফিসে প্রথম ডাক পড়তে পারে দিয়ার ম্যানেজারের।
তার পর ডাকা হতে পারে অভিনেত্রীকেও। এর আগে, সারা ও দীপিকার বিষয়টিও সামনে আসে।
কিন্তু দুই অভিনেত্রীর কেউই এ নিয়ে কোনও মন্তব্য করেননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.