অভিনেতা হৃতিক রোশান।
সিনেমার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নেন হৃতিক।
এবার এক অটো রিকশা চালকের সন্তানের স্বপ্নপূরণে এগিয়ে এলেন তিনি।
অভিনয়ের পাশাপাশি নাচের দক্ষতার জন্য ভক্তদের কাছে বিশেষভাবে পরিচিত হৃতিক। নাচের প্রতি ভালোবাসা থেকেই ২০ বছর বয়সি কামাল সিংয়ের স্বপ্নপূরণে সাহায্যের হাত বাড়িয়েছেন ‘ওয়ার’ সিনেমাখ্যাত এই অভিনেতা।
সম্প্রতি দ্য ইংলিশ ন্যাশনাল ব্যালে স্কুল অব লন্ডনে নাচ শেখার সুযোগ পান কামাল সিং। কিন্তু তার বাবা ব্যাটারিচালিত রিকশাচালক হওয়ায় আর্থিক সমস্যার মুখে পড়েন তিনি।
স্বপ্ন পূরণ না হওয়ার শঙ্কায় পড়েন কামাল।
এই অবস্থায় তার সাহায্যে এগিয়ে এসেছেন হৃতিক রোশান।
লন্ডনের ব্যালে স্কুল সম্পর্কে খুব ভালোভাবেই জানেন এই অভিনেতা।
আর্থিক কারণে কামালের স্বপ্নপূরণের সুবর্ণ এই সুযোগ হাত ছাড়া হোক তিনি তা চাইছেন না। কামালকে ৩ লাখ রুপি দিয়ে সাহায্য করেছেন তিনি।