নতুন পাসপোর্ট অফিস হচ্ছে ১৭ জেলায়

downloadসেবার ভোগান্তি কমাতে ১৭ জেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিস হচ্ছে। এ প্রকল্পের ব্যয় হবে প্রায় ১০৮ কোটি টাকা। উল্লিখিত এ প্রকল্পসহ ৬ প্রকল্প অনুমোদনের জন্য আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উঠছে। অন্য প্রকল্পগুলো হচ্ছে পশুর চ্যানেল খনন, সিলেট বিভাগে বিদ্যুৎ সম্প্রসারণ, ভোলার চরফ্যাশন উপজেলা রক্ষা, বস্তিবাসীদের জীবন মান উন্নয়ন ও স্কাউট শতাব্দী ভবন নির্মাণ। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।
এ প্রসঙ্গে পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম সোমবার যুগান্তরকে বলেন, একনেক সভায় উপস্থাপনের জন্য এখন পর্যন্ত ৬ প্রকল্পের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তবে আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকার প্রধান কার্যালয়ে কাজের চাপ কমবে এবং সেবা বিকেন্দ্রীকরণ হবে।
পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্প : যেসব জেলায় নতুন পাসপোর্ট অফিস স্থাপন করা হবে সেগুলো হচ্ছে- লক্ষ্মীপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সুনামগঞ্জ, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, ভোলা এবং বরগুনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.