নতুন আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন লাক্স তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এই ছবিটি দিয়ে তিনি ‘সুইটহার্ট’র পর দ্বিতীয়বারের মতো জুটি বাঁধছেন চিত্রনায়ক বাপ্পীর সঙ্গে। নতুন ছবির নাম ‘আমি তোমার হতে চাই’।
ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত মিম। জানালেন, ‘আগামীকাল প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিতে যাচ্ছি। তার আগে আগে নতুন ছবিটিতে চুক্তিবদ্ধ হয়ে আরো ভালো লাগছে। আশা করি বাপ্পীকে নিয়ে আরো একটি সফল যাত্রা হবে।’
এদিকে জানা গেছে, ছবিটি নির্মাণের সার্বিক দায়িত্বে থাকবেন অনন্য মামুন। বর্তমানে নির্মাতা মানুম রয়েছেন ইন্ডিয়াতে। তার প্রধান সহকারী ওসমান মিরাজ জাগো নিউজকে বলেন, ‘আমি তোমার হতে চাই’ ছবিটি রোমান্টিক এবং অ্যাকশন নির্ভর গল্পে নির্মিত হবে। বাণিজ্যিক ছবির সবকিছুই থাকবে এখানে। ছবিতে অভিনয়ের ব্যাপারে মিম-বাপ্পী দুজনের সঙ্গে আলাপ চূড়ান্ত। মিমের সঙ্গে কাগজ-কলমে স্বাক্ষর হয়েছে দুদিন আগেই।’
মিরাজ আরো বলেন, ‘অনন্য মামুন ছবিতে বড় ধরণের একটা চমক দিতে চাচ্ছেন। ছবিটির সঙ্গে তিনি জড়িত আছেন এটা ঠিক। তবে পরিচালকের আসনে থাকছেন না তিনি। ছবির শুটিং শুরু করার আগে জাঁকজমকপূর্ণভাবে মহরত করে এ বিষয়ে বিস্তারিত বলা হবে।’
প্রসঙ্গত, ২০০৮ সালে হুমায়ূন আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় ‘আমার আছে জল’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে বিদ্যা সিনহা মিমের। এরপর তিনি অভিনয় করেছেন বেশ কিছু ব্যবসা সফল ও আলোচিত ছবিতে। অল্পদিনের ক্যারিয়ারে মিম এরইমধ্যে নিজের জন্য আলাদা স্থান করে নিয়েছেন ঢাকাই ছবির বাজারে।
তারচেয়েও বড় অর্জন, খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ ছবিতে অভিনয় করে মিম প্রথমবারের মতো সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন। বর্তমানে মিম কাজ করছেন ‘দাগ’ ছবিতে।