সোশ্যাল মিডিয়া এবং নাগরিক সমাজে উঠে আসা বেশ কিছু প্রশ্নের মধ্যেই শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল বুরো (এনসিবি)-র তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডের আরও এক অভিনেত্রী রাকুল প্রীত সিংকেও মাদক মামলার বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন এনসিবি-র গোয়েন্দারা।
মাদক মামলার বিষয় নিয়ে এখনো কিছু বলেননি দীপিকা পাড়ুকোন।
তবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে নাগরিক সমাজ ও সোশ্যাল মিডিয়ায়।
প্রশ্ন উঠেছে, নরেন্দ্র মোদী সরকারের কৃষি বিলের বিরুদ্ধে দেশ জুড়ে কৃষক বিক্ষোভের ঘোষিত কর্মসূচি থেকে নজর ঘোরাতেই কি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের ডাকা হয়েছে?