জাহাজ-বিমানে পণ্য পরিবহন ভাড়া দেয়া যাবে টাকায়ও

2016_05_09_21_03_09_ShtboTYOzs5nD4nSocXurE7isF5bQy_originalপণ্য রপ্তানির ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত মালবাহীরা এখন থেকে টাকায় বিমান বা জাহাজের ভাড়া পরিশোধ করতে পারবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারিকৃত সার্কুলারে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এফওবি ভিত্তিতে পণ্য রপ্তানির ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত মালবাহী প্রতিষ্ঠানকে টাকায় বিমান বা জাহাজের ভাড়া পরিশোধ করার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দিষ্ট অথোরাইজড ডিলারের (এডি) মাধ্যমে বিদেশি আমদানিকারক থেকে প্রাপ্ত বিলের নগদায়ন সনদ জমা দিতে হবে।

সার্কুলারে বলা হয়, মালবাহী প্রতিষ্ঠানকে একটি এডি ব্যাংকের একটি শাখার মাধ্যমে লেনদেন সম্পন্ন করবে। কোনো কারণে এডি পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য নতুন এডি শাখায় জমা দিতে হবে।

এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে। এছাড়া লেনদেনের ব্যাপারে মাস শেষ হওয়ার ২০ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিকট প্রতিবেদন জমা দিতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.