কক্সবাজারের সব পুলিশ বদলি হচ্ছেন

কক্সবাজার জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের পর এবার নিম্নস্তরের কর্মকর্তাসহ সব কনস্টেবলকে একযোগে বদলি করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত বদলি হওয়া পুলিশের জনবলের এই সংখ্যা এক হাজার ৩৪৫ বলে জানিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

কক্সবাজারে নতুন যোগ দেওয়া এসপি মোহাম্মদ হাসানুজ্জামান জানান, গতকাল শুক্রবার জেলা পুলিশের এসআই, এএসআই, কনস্টেবল মিলে এক হাজার ৩০৯ জনের বদলির আদেশ এসেছে।
এর আগে ৪৬ জন এসপি, অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শককে বদলি করা হয়।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.