মাদকের বিষয়ে মুখ খুললেন করণ জোহর

অবশেষে মাদক সেবনের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন বলিউড চলচ্চিত্র নির্মাতা করণ জোহর।
করণ শুক্রবার রাতে এক টুইট বার্তায় বিবৃতি দিয়েছেন।
যেখানে তিনি দাবি করেন মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত নন তিনি।

টুইট করার পর থেকেই শুরু হয় থেকেই শুরু হয় বেশ আলোচনা-সমালোচনা।
এর কিছুক্ষণ পরেই সে তার একাউন্টের কমেন্ট সেকশন বন্ধ করে দেন।

করণ তার বিবৃতিতে জানান, ‘আমি, করণ জোহর। ২০১৯ সালের ২৮ জুলাই আমার বাড়িতে যে পার্টি আয়োজন করেছিলাম সেখানে কোনো মাদক ছিল না।
গণমাধ্যমগুলো কেন এই ধরণের সংবাদ প্রচার করছে আমি জানি না।
একথা আমি গত বছরেই পরিস্কার করে জানিয়েছিলাম।
এই সকল অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করছি।
গণমাধ্যমের এই সকল মনগড়া সংবাদ গ্রহণযোগ্য নয়।’

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.