প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব শিগগিরই করোনার ভ্যাকসিন পাবে।
তাই এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে আমাদের বিবেচনা করা উচিত।
সকল দেশ যাতে এই ভ্যাকসিন সময় মতো এবং একইসঙ্গে পায়, তা নিশ্চিত করতে হবে।
কারিগরি জ্ঞান ও মেধাস্বত্ব প্রদান করা হলে, বিপুল পরিমাণে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশন ভাষণ প্রদানকালে শনিবার বিশ্বনেতাদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা মহামারি নিরসন এবং এজেন্ডা-২০৩০ অর্জনে আমাদের প্রচেষ্টা সমানতালে এগিয়ে নিয়ে যেতে হবে।
বাংলাদেশের দ্বিতীয় রিপোর্ট উপস্থাপন প্রমাণ করে যে, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে আমরা যথাযথভাবে এগিয়ে চলেছি।