এভিয়েশন নিউজ: আগামী দু’বছরের মধ্যে রিজেন্ট এয়ারওয়েজ তার বহরে ইন-ফ্লাইট বিনোদন ও যোগাযোগ পদ্ধতি সমন্বিত অত্যাধুনিক পাঁচটি নতুন বিমান যোগ করবে এবং ১৩টি নতুন আন্তর্জাতিক রুটে যাতায়াত করবে। আর এই সম্প্রসারণে প্রায় ৮০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি এ বিমান সংস্থাটি।
শনিবার চট্টগ্রামে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে রিজেন্ট এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক মাসরুফ হাবিব এ তথ্য প্রকাশ করেন। সংস্থার প্রধান উপদেষ্টা স্যাম আইজ্যাক, হেড অব সেলস ইরফান হক এবং ডিজিএম সেলস অ্যান্ড মার্কেটিং শুভ্র কান্তি সেন শর্মা এ সময় উপস্থিত ছিলেন।
নতুন গন্তব্যের কয়েকটি হবে : নেপাল, দোহা, মাস্কাট, আবুধাবি, রিয়াদ, জেদ্দা, বাহরাইন, ভারতের গয়া এবং মালয়েশিয়ার জোহর বাহরু। এর মধ্যে আগামী মাসের শেষ নাগাদ ঢাকা-নেপাল-ঢাকা রুটে ফ্লাইট চালুর সম্ভাবনা আছে। আর নতুন বিমানের মধ্যে-১৬৬ আসনের তিনটি বোয়িং ৭৩৭-৮০০ এবং ২৬৫ আসনের দুটি বোয়িং ৭৬৭-২০০।
ফলে রিজেন্টের আসন ক্ষমতা ৯৩ শতাংশ এবং মাসিক ফ্লাইট সংখ্যা ৭০০টিতে দাঁড়াবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
চট্টগ্রামভিত্তিক দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী হাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট এয়ারওয়েজ ২০১০ সালের ১০ নভেম্বর ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে এর বহরে বোয়িং ৭৩৭-৭০০ দুটি এবং দুটি ড্যাশ-৮ এবং একটি ড্যাশ-৬ উড়োজাহাজ রয়েছে। অভ্যন্তরীণ রুট ছাড়াও ঢাকা থেকে সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, কলকাতা এবং চট্টগ্রাম থেকে ব্যাংকক, কলকাতা রুটে চলাচল করে রিজেন্ট এয়ারওয়েজ।