বিশেষায়িত প্রশিক্ষণ পাচ্ছেন সিভিল অ্যাভিয়েশনের শীর্ষ কর্মকর্তারা

downloadহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত সিভিল অ্যাভিয়েশনের শীর্ষ কর্মকর্তাদের বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করবে রেড লাইনের বিশেষজ্ঞ সদস্যরা। প্রশিক্ষণ কর্মসূচির আওতায় চার প্রকারের ন্যাশনাল ইন্সপেক্টর কোর্স, এয়ারপোর্ট ম্যানেজার কোর্স, ট্রেইনার কোর্স ও সিনিয়র ম্যানেজমেন্ট কোর্স পরিচালিত হবে। বিমানবন্দরে অধিকতর ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এসব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যেই রেড লাইনের ৩১ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ দল (প্রশিক্ষক, ব্যবস্থাপক ও স্ক্রিনার) এর তত্ত্বাবধানে একশ নিরাপত্তা কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় বিশেষায়িত এ কোর্স অচিরেই শুরু হবে।

জানা গেছে, প্রশিক্ষণের আওতায় মোট ১০টি কোর্সে ৪০ জন গ্রাউন্ড সিকিউরিটি অফিসার, ৫জন গ্রাউন্ড সিকিউরিটি সুপারভাইজার, ১০ জন কার্গো অপারেটিভ স্ক্রিনার, ৮ জন কার্গো অপারেটিভ, ২৭ জন কার্গো অপারেটিভ ও ১০ জন ইটিভি অপারেটরসহ মোট ১০০ জনকে প্রশিক্ষণ দিয়েছে রেড লাইনের বিশেষজ্ঞ সদস্যরা।

সবশেষ পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ শাহজালাল বিমান বন্দরের নিরাপত্তার রক্ষার দায়িত্ব নেয় রেড লাইন। তারা প্রথমে বোর্ডিং গেট ২ এ লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালনা তদারকি শুরু করে। পরবর্তীতে আরও অধিক প্রশস্ত আঙ্গিকে বোর্ডিং গেট ১ এক্স এর আন্তর্জাতিক মানে তারা যাত্রী সাধারণের নিরাপত্তা তল্লাশির জন্য সাজি নেয়। বেসামারিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মী ও স্ক্রিনারদের পর্যাপ্ত প্রশিক্ষণ দানের পর গত ২৪ এপ্রিল তারা আবার বেবিচক নিরাপত্তা কর্মীদের হাতে লন্ডন ফ্লাইটের দায়িত্ব দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.