১০ বিমান কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Biman-Bangladeshএভিয়েশন নিউজ: স্বর্ণ চোরাচালানের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০ কর্মকর্তাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে শুল্ক কর্তৃপক্ষ। শুক্রবার দিনগত রাতে (০৫ ডিসেম্বর) বিমানবন্দর থানায় এ মামলা (নম্বর-১৩) করা হয়। শুল্ক কর্তৃপক্ষের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মোস্তফা জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, বিমানের জুনিয়র সিকিউরিটি অফিসার মো. কামরুল হাসান, সুইপিং সুপারভাইজার মো. আবু জাফর, এয়ারক্রাফট মেকানিক মো. মাসুদ, অ্যাসিসট্যান্ট এয়ারক্রাফট মেকানিক মো. আনিস উদ্দিন ভুঁইয়া, প্রকৌশল হ্যাংগারের মেকানিক ওসমান গণি, ইঞ্জিনিয়ারিং অফিসার সালেহ আহমেদ, মজিবর রহমান, জুনিয়র ইন্সপেকশন অফিসার মো. শাহাজাহান সিরাজ, রায়হান আলী, মাকসুদ প্রমুখ।

অন্য চার আসামি হচ্ছেন- নেপালি ব্যবসায়ী গৌরাঙ্গ রোসান, এস এস কার্গোর চেয়ারম্যান মিলন সিকদার, কক্সবাজারের দর্জি জসীম উদ্দিন এবং ভারতীয় নাগরিক জেসন প্রিন্স। শুঙ্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে এই ১৪জন ছাড়াও এয়ারক্রাফটে ‘সে সময় কর্তব্যরত ক্যাপ্টেন, কো-পাইলট, ফার্স্ট অফিসারসহ সব শ্রেণীর ককপিট এবং কেবিন ক্রু, বিমান হ্যান্ডেলিংয়ে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারী, হ্যাঙ্গারে কর্তব্যরত বর্ণিত শিফটের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান জড়িত থাকতে পারে বলে মনে করে কাস্টমস।’

২০১৩ সালের ২৪ আগস্ট চাঞ্চল্যকর ১২৪ কেজি স্বর্ণ চোরাচালানের ঘটনায় এ মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.