নিরাপত্তা ইস্যুতে ফের আসছে মার্কিন প্রতিনিধিদল

USA20160511225640মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইয়ের সফরের এক সপ্তাহের মাথায় নিরাপত্তা ইস্যুতে আবারও বাংলাদেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

দিনক্ষণ উল্লেখ না করলেও ঢাকার মার্কিন দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মূখ্য উপসহকারী মন্ত্রী পিডাস উইলিয়াম ই. টড এই সপ্তাহে বাংলাদেশ সফরে একটি আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

তবে সূত্র জানায়, আগামী শনিবারই (১৪ মে) ঢাকায় পৌঁছাবে প্রতিনিধিদলটি।

মার্কিন দূতাবাস জানায়, এ সফরে পিডাস টড বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক সমন্বয় নিয়ে ও গত সপ্তাহে নিশা দেশাইয়ের সফরের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করবেন।

সফরকালে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন তিনি।

এরআগে মূখ্য উপসহকারী মন্ত্রী টড কম্বোডিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি গণতন্ত্রের অগ্রসরতা, মানবাধিকার, আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাস প্রতিরোধ ও বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর লক্ষে কাজ করেন।

কম্বোডিয়াতে দায়িত্ব পালনের আগে তিনি আফগানিস্তানের কাবুলে যুক্তরাষ্ট্র দূতাবাসের উন্নয়ন ও অর্থনীতি বিষয়ক সমন্বয় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.