আশঙ্কার চেয়েও বাজে অবস্থানে বিমান খাত

করোনার কারণে বাজে থেকে বাজে অবস্থানের দিকেই যাচ্ছে এভিয়েশন সেক্টর (বিমান পরিবহন খাত)। আবার করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করায় এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের প্রধান পরিচালন কর্মকর্তা মাইকেল স্কোয়েলহর্ন।

শনিবার তিনি বলেন, এই ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকতে মানুষকে ভ্রমণ থেকে দূরে থাকতে বলা হচ্ছে। এজন্য বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা জারি করে রেখেছে।
এ কারণে, বিভিন্ন বিমান পরিবহন সংস্থা নতুন বিমানের ক্রয়াদেশ দিতে ও ডেলিভারি (সরবরাহ) নিতে সময় নিচ্ছে।

এই সংকটকালীন ব্যয় সংকোচন নীতিতে বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়ে রেখেছে আগেই।
তবে, এই ছাঁটাইয়ের সংখ্যা যতটা কমিয়ে আনা যায় তা বিবেচনায় রাখার আশ্বাস দিয়েছেন স্কোয়েলহর্ন।

সংক্রমণের ১০ মাস চললেও শঙ্কা পিছু ছাড়ছে না উল্লেখ করে তিনি বলেন, এখনও নিশ্চিত সম্ভাবনাকে সামনে রেখে কোন পরিকল্পনা করা যাচ্ছে না।
ভাবছিলাম আমরা ভালোর পথে যাচ্ছি; কিন্তু না তা হচ্ছে না। গ্রীষ্মের চেয়ে শরতের প্রথমভাগ আরও বাজে অবস্থায় নিয়ে গেছে এভিয়েশন খাতকে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.