ঢাকা ছ‍াড়লেন তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম

devrim_127501মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করায় তার প্রতিবাদে বাংলাদেশ থেকে তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওসতুর্ককে সরিয়ে নিয়েছে তুরস্ক। আজ বৃহস্পতিবার সকালে দেভরিম ঢাকা ছেড়ে গেছেন বলে একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার কোনও খবর তাদের কাছে নেই। তবে দেভরিম একটি ই-মেইল বার্তায় আগেই জানিয়েছিলেন যে আজ ১২ মে তিনি ঢাকা ছাড়ছেন।

এদিকে দায়িত্বশীল সূত্রটি নিশ্চিত করেছে, সকালেই টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়ে গেছেন রাষ্ট্রদূত। তার অবর্তমানে দূতাবাসের কে দায়িত্বে থাকবেন সে ব্যাপারে কোনও তথ্যই জানিয়ে যাননি তিনি।

এর আগে, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান নিজেই একটি বক্তৃতায় এই প্রত্যাহারের ঘোষণা দেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে নিজামীর বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মান বজায় রাখতে পারেনি মিডিয়ায় এমন খবরের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও খবরে জানানো হয়।

গত মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করা হয় মতিউর রহমান নিজামীর। পরে পাবনার সাঁথিয়ায় তার দাফন সম্পন্ন হয়।

নিজামীর বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, হত্যাসহ বেশ কয়েকটি মানবতাবিরোধী অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই দণ্ড বহাল রাখে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.