হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানে তল্লাশি চালিয়ে টয়লেট থেকে প্রায় ১০ কেজি ৩শ’ ৩০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস।
বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যা ছয়টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে এ স্বর্ণবার উদ্ধার করা হয়।
দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০৮৯ ফ্লাইট ময়ূরপঙ্খীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিমানবন্দর প্রিভেন্টিভ টিম ও শিফটি ডিউটি টিম। এ সময় এই স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) রেজাউল করিম হিল্লোল এ তথ্য নিশ্চিত করেছেন।