জঙ্গি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : আইজি

Manikganj-IGP-11463125413পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গি ও মাদকের বিরুদ্ধে পুলিশ বাহিনীর ভূমিকা হবে জিরো টলারেন্স। এ দুটি বিষয়ের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে সচেষ্ট থাকতে হবে।

তিনি শুক্রবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ লাইনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজি আরো বলেন, কিছু পুলিশ সদস্যদের জন্য পুরো পুলিশের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। ওই সব সদস্যের জন্য পুলিশের সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে। তাই তিনি সব পুলিশ সদস্যকে নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। তিনি জনগণকে পুলিশের চোখ-কান উল্লেখ করে তাদের সঙ্গে সুম্পর্ক রেখে কাজ করার নির্দেশ দেন।

এর আগে তিনি প্রায় সোয়া চার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত নারী পুলিশ ব্যারাকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিকেলে তিনি পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে যোগদান করবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.