একটি তুর্কি হ্যাকিং দল বাংলাদেশের তিনটি ব্যাংকের গ্রাহকের তথ্য চুরি করে তা অনলাইনে ছেড়ে দিয়েছে। ব্যাংক তিনটি হচ্ছে ডাচবাংলা, সিটি ব্যাংক একং ট্রাস্ট ব্যাক। বাংলাদেশের ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা নিয়ে এটি নতুন হুমকি।
এ গ্রুপটি নেপালের দুটি ব্যাংক বিজনেস ইউনিভার্সাল ডেভেলপমেন্ট ব্যাংক ও সামিনা ব্যাংকের গ্রাহকের তথ্যও চুরি করেছে বলে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন ডাটা নিরাপত্তাবিষয়ক সাইট ইউএসব্রিচটুডে.কম।
তবে বাংলাদেশের ব্যাংকগুলোর কর্মকর্তারা বলছেন, গ্রাহকের তথ্য কোথাও চুরি হয়নি। হ্যাকাররাও কোনো অর্থ দাবি করেনি।
বাংলাদেশের যে তিনটি ব্যাংকের তথ্য চুরি হয়েছে তা তুর্কি হ্যাকিং দল গ্রে উলভস এর টুইটার একাউন্টে পোস্ট করা হয়েছে। এ হ্যাকিং গ্রুপটি তুরস্কের কট্টরপন্থী আন্দোলনের সমর্থক বলে পরিচিত।
টুইটারে পোস্ট করা চুরি হওয়া ডাটাগুলোর মধ্যে সিটি ব্যাংকের ডাটা ফাইলটি সবচেয়ে বড়। এর সাইজ ১১.২ মেগাবাইট। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের ফাইল সাইজ ৩১২ কিলোবাইট এবং ট্রাস্ট ব্যাংকের ৯৫ কিলোবাইট।
তবে যে পাঁচটি ব্যাংকের তথ্য চুরি করেছে হ্যাকাররা, সেসব ব্যাংক থেকে গ্রাহকের অর্থ চুরি করা হয়েছে, এমন কোনো তথ্য এখন পর্যন্ত নেই বলে দাবি করেছেন ইউএসব্রিচটুডে.কম।
তবে এ ওয়েবসাইটটি জানিয়েছে ফাঁস হওয়া প্রতিটি ব্যাংকের জিপ ফাইলেই কিছু না কিছু গ্রাহকের অর্থের তথ্য আছে।
সূত্র:bankinfosecurity.com ও DataBreachToday.com