প্রথম দিনেই ল্যাপটপ মেলায় উপচেপড়া ভিড়

ASUS-laptop-bg20160513195018রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়েছে তিন দিনব্যাপী গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা।বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান শুক্রবার (১৩ মে) বিকেল ৪টার দিকে এ মেলার উদ্বোধন করেন। এরপর থেকেই মেলায় ক্রেতা-দর্শনার্থীদের সমাগম বাড়তে থাকে।

বিআইসিসি’র কার্নিভাল ও হারমনি হলে আয়োজিত এ মেলায় দেশি-বিদেশি প্রযুক্তিপণ্যের ৫৪টি স্টল রয়েছে। বিজয় থেকে শুরু করে বিভিন্ন নামকরা ব্র্যান্ডের ল্যাপটপই মেলার মূল আকর্ষণ।

শুক্রবার মেলার উদ্বোধন হলেও এ খবর গণমাধ্যমের কল্যাণে আগেই চাউর হয়েছে। ফলে মন্ত্রী যখন উদ্বোধন করছিলেন, তখন থেকেই ক্রেতা-দর্শনার্থীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সমাগম বাড়তে বাড়তে সন্ধ্যার দিকে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সদ্য এসএসসি পাস করা শিক্ষার্থী সাইদা রুমানা হক বলেন, কনফিগারেশন দেখে একটি ভালো ল্যাপটপ কিনেছি। মেলায় কনফিগারেশন ও দামের যাচাইটা ঠিক মতো করা যায়। তাই মাকে সঙ্গে নিয়ে মেলায় এসেছি।

শিশু সামিয়া খুব মনযোগ দিয়ে দেখছে আসুসের নোটপ্যাড। সঙ্গে থাকা মা সুরাইয়া রহমান বলেন, সামিয়ার নোটপ্যাড খুব প্রিয়। আগেরটা নষ্ট হয়ে যাওয়ায় যাচাই-বাছাই করে ভালোটা কেনার চেষ্টা করছি।

বেসরকারি একটি কোম্পানির চাকরিজীবী নঈমুর রহমান জানান, গ্রাফিক্সের জন্য ভালো একটা ল্যাপটপ দরকার। আর মেলায় যেহেতু অনেক পণ্য যাচাইয়ের সুযোগ, তাই সেটি হাতছাড়া করার পক্ষে নন তিনি।

এদিকে বিক্রেতারা বলছেন, শুক্রবার বলেই হয়তো লোক সমাগম বেশি। তবে বিক্রি বেশি এখনই এমন এখন বলা যাবে না। স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লি. স্টলের সেলসম্যান ফেরদৌস শরিফ বলেন, প্রথমদিন হিসেবে ক্রেতা-দর্শনার্থী উপস্থিতি বেশ। তবে সবাই কেনেননি।

এক্সপো মেকার আয়োজিত এবারের ল্যাপটপ মেলা দেশের ১৭তম আয়োজন। আগামী ১৫ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খেলা থাকছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.